1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

মুজিববর্ষের মধ‌্যেই মানুষ ভূমিহীন থাকবে না: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সরকার মুবিববর্ষ উদযাপনে অনেক কর্মসূচি হাতে নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতির পিতা বলেছেন, বাংলাদেশের মানুষ যেন অন্ন, বস্ত্র-বাসসস্থান পায়।  আমরাও ঠিক করেছি, মুজিববর্ষের মধ্যে দেশের একজন মানুষও ভূমিহীন থাকবে না।’  শনিবার (৭ মার্চ)  বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘জাতির পিতা সংবিধানে মৌলিক চাহিদার কথা উল্লেখ করে গেছেন। তার স্বপ্ন ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। এজন্য তিনি গুচ্ছগ্রাম প্রকল্প হাতে নিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের নেতার নিজের এলাকায় খোঁজ নিন, কার ঘর নেই। যাদের ঘর নেই, তাদের আমরা ঘর করে দেবো। আমরা চাই, একটি মানুষও যেন গৃহহারা না থাকে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আমার এই কথাটা দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিন। আপনারা চেষ্টা করুন। ঘর করে দিতে না পারলে আমরা টাক দেবো ঘর করার জন্য।’

৭ই মার্চের ভাষণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘৭ মার্চের ভাষণ সারা বিশ্বের একমাত্র ভাষণ, যা হিসাব করে পাওয়া যাবে না কতজন কত ঘণ্টা এই ভাষণ শুনেছেন।’ সারা পৃথিবীতে একটি ভাষণ এভাবে দীর্ঘদিন ধরে আবেদন রাখতে পরাটা নজিরবিহীন বলেও তিনি মন্তব‌্য করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com