আন্তর্জাতিক ডেস্ক : এক হাজার ৫০০ তালেবান বন্দিকে মুক্তির অনুমোদন দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় পৌঁছাতে সমঝোতার অংশ হিসেবে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্টের স্বাক্ষর করা দুই পাতার ডিক্রিতে তালেবান বন্দিদের মুক্তির আগে ‘যুদ্ধের ময়দানে না ফেরার লিখিত প্রতিশ্রুতি’ দেওয়ার কথা বলা হয়েছে। আগামী চার দিনের মধ্যে বন্দিদের মুক্তি প্রক্রিয়া শুরু হবে।
ডিক্রিতে বলা হয়েছে, ‘এক হাজার ৫০০ বন্দির মুক্তি প্রক্রিয়া ১৫ দিনের মধ্যে শেষ হবে, প্রতিদিন ১০০ বন্দি আফগান জেল থেকে বের হবে।’
এতে আরো বলা হয়েছে, মুক্তির পাশাপাশি আফগান সরকারের সাথে তালেবানদের শান্তি আলোচনা চলতে থাকবে। আলোচনা অগ্রসর হলে সরকার প্রতি দুই সপ্তাহে ৫০০ তালেবান বন্দিকে মুক্তি দেবে। তালেবানদের দাবি অনুযায়ী, সব মিলিয়ে পাঁচ হাজার বন্দিকে মুক্তি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকবে।
দীর্ঘ ১৮ বছরের আফগান যুদ্ধ অবসানে গত সপ্তাহে তালেবানের সঙ্গে শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র। চুক্তির অন্যতম শর্ত ছিল আফগান সরকারের কারাগার থেকে পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেওয়া। তবে চুক্তি স্বাক্ষরের পর প্রেসিডেন্ট আশরাফ গনি এই শর্ত মানবেন না বলে সাফ জানিয়েছিলেন।