আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সদস্য দেশগুলোতে করোনা ভাইরাস মোকাবিলায় জরুরি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম বিনিময় এবং এই অঞ্চলে দীর্ঘমেয়াদী অর্থনেতিক প্রভাব ঠেকাতে পারস্পরিক সহযোগিতার কথা বলেছেন তিনি।
রোববার (১৫ মার্চ) সার্কের আট দেশের প্রতিনিধিদের ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদি বলেন, আমরা একটা বড় ধরনের সংকটের মধ্যে রয়েছি। এটা ঠিক কখন শেষ হবে কেউ বলতে পারবে না। সেজন্য পরিস্থিতি মোকাবিলায় আমাদের সার্কভুক্ত দেশগুলো একটি তবিল গঠন করতে পারি। জরুরি এই তহবিলে প্রাথমিকভাবে ভারত এক কোটি ডলার দেবে বলেও জানান তিনি।
দূতাবাসগুলো এই তহবিল ব্যবহারের জন্য সমন্বয় করে কাজ করবে জানিয়ে তিনি বলেন, চিকিৎসক, চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে সবকিছু প্রস্তুত রাখছি। প্রয়োজন হলে এগুলো আমরা পারস্পরিক সহযোগিতা করতে পারি। প্রয়োজন হলে ভারত সার্বিক সহায়তা করবে।
মোদি বলেন, ‘আমাদের একটি সাধারণ গবেষণা প্ল্যাটফর্মও গঠন করার বিষয়ে ভাবা উচিত। এ ধরনের কাজের সমন্বয়ে ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ সহায়তা করতে পারে। এই অঞ্চলের অর্থনীতির ওপর কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদে প্রভাবের বিষয়েও বিশেষজ্ঞরা আমাদের সহায়তা করতে পারেন।’
করোনাভাইরাসের প্রভাব স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই মহামারি প্রথম নয়; এমনকি শেষও নয়। সুতরাং আমাদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এর মোকাবিলা করতে হবে।
গত শুক্রবার একাধিক টুইট বার্তায় করোনাভাইরাস মোকাবিলায় যৌথ উদ্যোগ নিতে সার্কের সদস্য দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানান মোদি।