স্পোর্টস ডেস্ক : অপেক্ষা ফুরাল। জল্পনা-কল্পনার অবসান হলো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করে আলোচনায় বসে সাকিব আল হাসান বিতর্কের অবসান ঘটালেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সাকিবকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। এশিয়া কাপ, নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ এবং বিশ্বকাপ পর্যন্ত সাকিবের কাঁধে থাকবে দেশের টি-টোয়েন্টি নেতৃত্ব।
এ ঘোষণা দেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।
শুক্রবার রাতে দেশে ফিরে শনিবার দুপুরে গুলশানে নাজমুল হাসানের বাসভবনে দেখা করেন সাকিব। তাদের বৈঠকে উপস্থিত ছিলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস এবং দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।
টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সাকিবকে বেছে নিয়ে এশিয়া কাপের পরিকল্পনা সাজিয়েছিল বিসিবি। কিন্তু বেটিং কোম্পানির অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে সাকিব নতুন করে বিতর্কের জন্ম দেন। তাতে বিসিবি জিরো টলারেন্স দেখায়। সাফ জানিয়ে দেয়, বেটিং কোম্পানির সঙ্গে চুক্তি না ভাঙলে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না সাকিবের।
বিসিবির এমন কড়া অবস্থানের পর সাকিব সেই কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবিকে লিখিতভাবে জানান। তবে চুক্তি বাতিল করলেও বিসিবির নীতিমালা ভঙ্গ করার দায় সাকিবের ওপর ছিল।
গতকাল দেশে ফেরার পর আজ বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় বসে নিজের অবস্থান পরিস্কার করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। নিজের ভুল বুঝতে পেরেছেন। তার এমন ঘোষণার পরই তাকে অধিনায়ক হিসেবে বেছে নেয়।