স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি দুই জায়ান্ট পিএসজি ও জুভেন্টাস। প্যারিসে পাত্তা পায়নি ইতালিয়ান ক্লাব। কিলিয়ান এমবাপ্পের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে জিতেছে পিএসজি।
স্বাগতিকরা দুরন্ত শুরু করে। পাঁচ মিনিটের মাথায় গোল পায় তারা। জুভেন্টাসের রক্ষণভাগের উপর দিয়ে নেইমার বল তুলে দেন এবং প্রথমবারের ভলিতেই মাত্তিয়া পেরিনকে পরাস্ত করে পিএসজিকে লিড এনে দেন এমবাপ্পে।
আরেকটি ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। পেনাল্টি এরিয়ায় আশরাফ হাকিমির সঙ্গে বল দেওয়া নেওয়া করে ২-০ করেন তিনি।
দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে বল বানিয়ে দেন লিওনেল মেসি। কিন্তু প্রতিপক্ষের নজরের বাইরে থাকা নেইমারকে ক্রস না দিয়ে ফরাসি ফরোয়ার্ড নিজেই লক্ষ্যে শট নেন এবং বল গোলপোস্টের বাইরে দিয়ে যায়।
৩-০ হওয়ার বদলে স্কোর ২-১ হয়, যখন ফিলিপ কোস্টিকের ক্রস থেকে জিয়ানলুইজি দোনারুমার ভুলের সুযোগ নিয়ে জাল কাঁপান ওয়েস্টন ম্যাককেন্নি। অবশ্য ইতালিয়ান গোলরক্ষক কিছুক্ষণ পর দুসান ভ্লাহোভিচকে ঠেকিয়ে দলকে স্বস্তি এনে দেন।
এই জয়ে ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় স্থানে পিএসজি। আরেক ম্যাচে মাকাবি হাইফাকে ২-০ গোলে হারিয়ে শীর্ষে বেনফিকা।