স্পোর্টস ডেস্ক : পাথুম নিসানকা ও দাসুন শানাকার ব্যাটিং ধামাকায় সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। রোববার ফাইনালে মুখোমুখি হওয়ার আগে পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছেড়েছে লঙ্কানরা।
এদিন টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তানকে তারা ১৯.১ ওভারে ১২১ রানে গুঁড়িয়ে দেয়। এরপর রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি তাদের। ১ রানে প্রথম ও ২ রানেই হারায় দ্বিতীয় উইকেট। এরপর ২৯ রানে যেতেই হারায় আরও একটি উইকেট। তবে শুরুর ধাক্কা সামলে নিসানকা ও রাজাপাকসের ব্যাটে জয়ের ভিত পায় সিলভারউড বাহিনী। তৃতীয় উইকেটে তারা দুজন ৫১ রান তুলে দলীয় সংগ্রহকে ৮০ পর্যন্ত নিয়ে যান।
এই রানে রাজাপাকসে আউট হলে মাঠে আসেন শানাকা। তিনি এসে নিসানকার সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন। তাতে দল পৌঁছে যায় জয়ের দ্বারপ্রান্তে। ১১৩ রানের মাথায় শানাকা আউট হলেও নিসানকা দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তিনি ৫ চার ও ১ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৩ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থাকেন হাসারাঙ্গা। এছাড়া রাজাপাকসে ২ ছক্কায় ২৪ ও শানাকা ১ চার ও ২ ছক্কায় ২১ রান করেন।
বল হাতে পাকিস্তানের হারিস রউফ ও হাসনাইন ২টি করে উইকেট নেন। ২১ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে অপরাজিত ১০ রান করে ম্যাচসেরা হন শ্রীলঙ্কার হাসারাঙ্গা।
তার আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ চাপে ছিল পাকিস্তান। সময়ের সাথে সাথে সেই চাপ বাড়ে। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বোলিং তোপের মুখে পড়ে পুরো ২০ ওভারও খেলতে পারেনি তারা। ১৯.১ ওভারে অলআউট হয় ১২১ রানে।
ব্যাট করতে নেমে ২৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। এরপর ৬৩ রান থেকে ৯৫ রানে যেতে তারা হারায় ছয়-ছয়টি উইকেট। একে একে ফিরেন ফখর, বাবর, খুশদীল, ইফতিখার, আসিফ ও হাসান। ১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ৯৫ রান। সেখান থেকে ১২১ রানে যেতেই বাকি তিনটি উইকেট হারিয়ে অলআউট হয়ে যায় তারা।
ব্যাট হাতে বাবর আজম সর্বোচ্চ ৩০ রান করেন। আর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন নাওয়াজ। বল হাতে হাসারাঙ্গা ৩টি, প্রমোদ মাদুশান ও মাহিশ থিকশানা ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ১২৪/৫ (১৭ ওভারে)।
ব্যাটিং: নিসানকা ৫৫* ও হাসারাঙ্গা ১০*।
আউট: ১/১ (কুশাল ০), ২/২ (গুনাথিলাকা ০), ২৯/৩ (ধনঞ্জয়া ৯), ৮০/৪ (রাজাপাকসে ২৪), ১১৩/৫ (শানাকা ২১)।
বোলিং: হারিস ২/১৯, হাসনাইন ২/২১, কাদির ১/৩৪।
ব্যাটিং: হাসনাইন ০* ।
আউট: ২৮/১ (রিজওয়ান ১৪), ৬৩/২ (ফখর ১৩), ৬৮/৩ (বাবর ৩০), ৮২/৪ (খুশদীল ৪), ৯১/৫ (ইফতিখার ১৩), ৯১/৬ (আসিফ ০), ৯৫/৭ (হাসান ০), ১১০/৮ (কাদির ৩), ১২১/৯ (নাওয়াজ ২৬), ১২১/১০ (রউফ ১)।
বোলিং: প্রমোদ ২/২১, চামিকা ১/৪, হাসারাঙ্গা ৩/২১, ধনঞ্জয়া ১/১৮, থিকশানা ২/২১।
ফল: শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী।