1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন

বায়ার্নের মাঠে বার্সেলোনার ‘অগ্নিপরীক্ষা’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের দ্বিতীয় খেলায় মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনা। প্রতিযোগিতার শুরুতেই অগ্নিপরীক্ষা দিতে মঙ্গলবার রাতে অ্যালিয়েঞ্জ এরেনায় নামবে কাতালান জায়ান্টরা। নিজেদের ঘরোয়া লিগে অপরাজিত দুই দলের জন্যই এই ম্যাচ হতে পারে নকআউটে ওঠার নির্ধারক।

এবারের আসরে গ্রুপ অব ডেথ বলা হচ্ছে বার্সা, বায়ার্নের ‘সি’ গ্রুপকে। যেখানে তাদের অন্য প্রতিপক্ষ ইতালির জায়ান্ট ইন্টার মিলান, যাদের মাঠে ২-০ গোলে চ্যাম্পিয়নস লিগের উদ্বোধনী ম্যাচ জিতেছে বায়ার্ন। আর বার্সা ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ভিক্টোরিয়া প্লজেনকে। নকআউটে ওঠার পথ কাঁটামুক্ত রাখতে এই ম্যাচটি কাতালানদের জন্য খুব গুরুত্বপূর্ণ।

লা লিগায় পাঁচ ম্যাচে চারটি জয় ও একটি ড্রয়ে উজ্জীবিত বার্সার দুঃখ মোচনেরও লড়াই এটি। গত চ্যাম্পিয়নস লিগে এই বায়ার্নের কাছেই দুইবারের দেখায় সমান ৩-০ তে হেরেছিল তারা, তাতে টুর্নামেন্ট থেকে ছিটকে নেমে যেতে হয়েছিল ইউরোপা লিগে। ঘুরে ফিরে আবারও আসছে ২০২০ সালের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে সেই হারের স্মৃতি।

কিন্তু বার্সা যেভাবে এই মৌসুম শুরু করেছে, তা উজ্জীবিত রাখতে যথেষ্ট। আর সবচেয়ে বড় অনুপ্রাণিত হওয়ার মতো ব্যাপার হচ্ছে, বায়ার্নের এতদিনের তুরুপের তাস রবার্ট লেভানডোভস্কিকে এই মৌসুমে ন্যু ক্যাম্পে এনেছে স্প্যানিশ জায়ান্টরা। পোলিশ স্ট্রাইকার জার্সি পাল্টালেও পারফরম্যান্সে এতটুকু ভাটা পড়েনি। পুরোনো ক্লাবের মুখোমুখি হওয়ার আগে শেষ দুই ম্যাচে চার গোল তার, এর মধ্যে চ্যাম্পিয়নস লিগে উদ্বোধনী ম্যাচে করেছেন হ্যাটট্রিক। ৬ ম্যাচে ৯ গোল করা এই স্ট্রাইকারকে নিয়ে জাভি বললেন, ‘রবার্ট ভালো আছে। সে শান্ত ও আত্মবিশ্বাসী। দলের জন্য সে সহজাত নেতা। এটা তার জন্য বিশেষ খেলা এবং সে দারুণ উজ্জীবিত।’

স্বাভাবিকভাবেই লেভানডোভস্কিকে নিয়ে এবার বায়ার্নবধের স্বপ্ন দেখছে বার্সা। কোচ জাভি হার্নান্দেজ পুরোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে ভাবছেন না। বায়ার্নের মাঠে তাদের বাজে রেকর্ড সম্পর্কে প্রশ্নে তিনি বললেন, ‘আমি বলবো না এটা ভৌতিক বাড়ি। আমি মুদ্রার দুই পিঠই দেখেছি, তাদের হারানো ও তাদের কাছে হারা। আমি জানি (সাম্প্রতিক ফল অনুকূলে ছিল না), কিন্তু ফুটবল চক্রাকার। এটা সত্যি যে আমরা এখানে কখনও জিতিনি, এ কারণে কঠিন লাগছে। কিন্তু আমরা ভালো ফর্মে আছি এবং মঙ্গলবারের ম্যাচের জন্য উত্তেজিত।’

৯ মাস আগে মিউনিখে শেষ হারের পর বার্সা অনেক পাল্টে গেছে। ২০ বছরে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার পর এই মৌসুমে ১৫ কোটি ইউরোর বেশি খরচ করে আট খেলোয়াড়কে চুক্তি করেছে। লেভানডোভস্কির সঙ্গে রাফিনহা ও জুলেস কোন্দে নতুন সংযোজন, পাঁচ লিগ ম্যাচে ১৫ পয়েন্টের ১৩টি অর্জনে তাদের অবদান অনেক।

জাভি তাই আত্মবিশ্বাসী নতুন ফল দেখার, ‘সবকিছু এখন ভিন্ন। আমরা অনেক দিক থেকে উন্নতি করেছি এবং প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম একটি দল।’

বার্সা কতটা বদলে গেছে তার একটা ভালো পরীক্ষা হয়ে যাবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায়। পরিচিত প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে ধারাবাহিকতা ধরে রাখতে প্রস্তুত শেষ তিন লিগ ম্যাচে দুটি ড্র করা বায়ার্নও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com