আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলে শিখদের উপাসনাকেন্দ্র গুরুদুয়ারায় অজ্ঞাত বন্দুকধারী ও আত্মঘাতী বোমা হামলাকারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ এ দাঁড়িয়েছে। বুধবার সকালে এই হামলার পর নিরাপত্তা রক্ষীদের গুলিতে সব কয়জন হামলাকারী নিহত হয় বলে দেশটির সরকার জানিয়েছে।
তাৎক্ষনিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তালেবান এক টুইটে এই হামলার দায় অস্বীকার করেছে।
হামলার কয়েক ঘন্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারিক আরিয়ান সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর চালানো অভিযান শেষ হয়েছে। সব কয়জন হামলাকারী নিহত হয়েছে। তবে হামলাকারীরা কয়জন ছিল তা তিনি জানাননি।
এর কিছু সময় পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হামলায় গুরুদুয়ারায় থাকা ২৫ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরো আট জন। ৮০ জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
পার্লামেন্টের সদস্য নরেন্দার সিং খালসা বলেন, ‘তিন আত্মঘাতী বোমা হামলাকারী ধর্মশালায় প্রবেশ করে। ধর্মশালা যখন উপাসনাকারীদের দিয়ে পূর্ণ ছিল তখন বন্দুকধারীরা গুলি শুরু করে।’