আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, ‘আমার মধ্যে করোনাভাইরাসের হালকা লক্ষণ দেখা দিয়েছে-জ্বর ও সর্দি। প্রধান চিকিৎসা কর্মকর্তার পরামর্শে আমি পরীক্ষা করিয়েছি এবং তাতে ফলাফল পজিটিভ এসেছে।’
তবে অসুস্থ হলেও বাড়িতে বসেই দপ্তরের কাজ দেখভাল করবেন জানিয়ে জনসন বলেন, ‘আমি বাড়ি থেকে কাজ করছি এবং আইসোলেশনে আছি। এটাই করার মতো পুরোপুরি সঠিক কাজ।’
তিনি বলেন, ‘আমি কাজ অব্যাহত রাখতে পারব, আমার শীর্ষ টিমের সঙ্গে যোগাযোগ এবং ভাইরাসের বিরুদ্ধে জাতীয় লড়াইয়ে নেতৃত্ব দিতে পারায় ধন্যবাদ জাদুকরী প্রযুক্তিকে।’