1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

হাইস্পিড ফাইবার অপটিকেল এর আওতায় আসছে ৪ হাজার ৫শ ইউনিয়ন : পলক

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নালিতাবাড়ী (শেরপুর) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দুই হাজার ৬শ ইউনিয়ন ইনফো সরকার-৩, বিটিসিএল এর আওতায় ১২শ, কানেক্টেড বাংলাদেশ এর আওতায় ৭শ ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় প্রায় ১১৭টি ইউনিয়ন। সবমিলিয়ে আমরা এ বছরের মধ্যে ৪ হাজার ৫শ ইউনিয়নকে হাইস্পিড ফাইবার অপটিকেল ক্যাবলের আওতায় আনব। ইন্টারনেটের দাম কমিয়ে আনা ও প্রত্যন্ত গ্রামে ইন্টারনেট পৌছে দেওয়ার পর আজকে বাংলাদেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সংযোগ পাওয়ার সুযোগ পেয়েছে।

আজ সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি গ্রামে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর ফ্রিল্যান্সার তৃষ্ণা দিও’র সেন্টার পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আজকে তরুণরা টাকা চায় না, চাকরি চায় না, তদ্বির চায় না। এমনকি তারা বিদেশেও যেতে চায় না। তারা যার যার গ্রামে যার যার ঘরে বসে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের কল্যাণে উচ্চগতির ইন্টারনেট ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবহার করে তাদের মেধা ও মাথা খাটিয়ে প্রায় ৭শ মিলিয়ন ডলারের উপরে বৈদেশিক মূদ্রা আয় করছে। এটিই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অর্জন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সবাইতো সারা জীবন এমপি, মন্ত্রী থাকে না, পৃথিবীতে বেঁচেও কেউ থাকে না, সব কিছুরই একটা শেষ আছে। যদি কখনো মন্ত্রীত্ব, সংসদ সদস্য না থাকি অবসরে ফ্রিল্যান্সার হবো।

এরপর প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লী পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এসময় ইনফো সরকার-৩ প্রকল্প পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, আইসিটি বিভাগের মহাপরিচালক গোলাম মোস্তফা, জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার কামরুজ্জামান রাসেল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!