আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রীর পর এবার ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার এক টুইটে তিনি এ তথ্য জানিয়েছেন।
টুইটার ভিডিওতে নিজের করোনা পজিটিভের খবর জানিয়ে ম্যাট বলেন, ‘চিকিৎসা পরামর্শ মেনে করোনাভাইরাসের পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় পজিটিভ এসেছে।’
এই অবস্থায় বাসায় থেকেই কাজ করবেন জানিয়ে তিনি বলেন, ‘সৌভাগ্যক্রমে আমার লক্ষণগুলো হালকা এবং আমি বাড়িতে আইসোলেশনে থেকে কাজ করব। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদের জাতীয় স্বাস্থ্য সেবা ও জীবন রক্ষায় উপদেশ আমরা মেনে চলব।’
গত সপ্তাহে ডাউনিং স্ট্রিটে মন্ত্রিসভার বৈঠকে ছিলেন প্রধানমন্ত্রী জনসন। জনসনের করোনায় আক্রান্তের পর আশঙ্কা করা হচ্ছিল, ওই বৈঠকে থাকা অনেক মন্ত্রীও ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সেই আশঙ্কাকে সত্য প্রমাণ করে এবার স্বাস্থ্যমন্ত্রীর আক্রান্ত হওয়ার খবর এলো।