ইসলাম ডেস্ক : গালি ব্যক্তি, পরিবার ও সমাজে অশ্লীলতা ছড়ায়। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুল (সা.) বলেন, ‘মুসলমানকে গালি দেওয়া ফাসেকি এবং মুসলমানের বিরুদ্ধে লড়াই করা কুফরি।’ (সহিহ বুখারি, হাদিস : ৪৮)
গালিদাতার আমলের খাতায় গুনাহ লেখা হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘দুই ব্যক্তি যখন গালমন্দে লিপ্ত হয়, তখন তাদের উভয়ের গুনাহ তার ওপর বর্তাবে, যে প্রথমে শুরু করে; যতক্ষণ না অত্যাচারিত সীমা লঙ্ঘন করে।’ (সহিহ মুসলিম : হাদিস : ৬৪৮৫)
গালির বিপরীতে গালি না দিয়ে ধৈর্য ধারণ করা উত্তম। আবদুল্লাহ বিন উমর (রা.) বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, ‘তোমাকে কেউ তার জানা তোমার কোনো ব্যাপার নিয়ে গালি দিলে তুমি তাকে তোমার জানা তার কোনো ব্যাপার নিয়ে গালি দিয়ো না। তাহলে তুমি এর সাওয়াব পাবে এবং সে এর পরিণাম ভুগবে।’ (সহিহুল জামে, হাদিস : ৫৯৪)