রংপুর: মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমনসহ অবৈধ যানবাহন এবং প্রশাসনের হয়রানি দাবিতে রংপুর পরিবহন মালিক সমিতির ডাকা দুই দিনের ধর্মঘটের প্রভাব পড়েছে কুড়িগ্রাম জেলাতেও। রংপুরে বাস বন্ধ থাকার ঘোষণার পর শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টার পর থেকে কুড়িগ্রাম থেকে কোনো গণপরিবহন চলাচল করছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রংপুর ও বগুড়াসহ অন্যান্য জেলার যাত্রীরা। পাশাপাশি ভোগান্তি বেড়েছে জেলা সদর থেকে উপজেলা শহরের যাত্রীদেরও।
এদিকে অনেক যাত্রী পরিবহন বন্ধের কথা না জেনেই বাস কাউন্টারে এসে বাড়ি ফিরে গেছেন। অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে কুড়িগ্রাম থেকে ব্যাটারি চালিত অটোরিকশায় করে রংপুরসহ পাশ্ববর্তী জেলাগুলোতে রওনা হতে দেখা গেছে।
রৌমারী উপজেলার আমির হোসেন জানান, গতকাল রৌমারী থেকে কুড়িগ্রামে এসেছি। আজ সকালে রংপুর যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে জানতে পারি বাস বন্ধ। এখন যাওয়ার কোনো উপায় নেই।’
ঢাকা থেকে আসা নাগেশ্বরী উপজেলার বাসিন্দা সাব্বর হোসেন জানান, সকালে ঢাকা থেকে এসেছি। বাস আমাদের জেলা শহরের শাপলা চত্বরে নামিয়ে দিয়েছে। ধর্মঘটের কারণে বাস বন্ধ। অটোতে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। এমন দুর্ভোগ আমরা চাই না।’
কুড়িগ্রাম জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, ‘আমরা গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বৈঠকে বসি। সেখানে ধর্মঘট আহবান করা হয়নি। বরং গাড়ির মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে কারো ইচ্ছে হলে গাড়ি চালাতে পারেন। তবে সড়কে গাড়ির কোনো ক্ষতি হলে মালিক সমিতি দায়ী থাকবে না। কুড়িগ্রাম জেলার মিনিবাস বা কোচ বাইরে যেতে হলে রংপুর রুট হয়েই যেতে হয়। সেখানে ধর্মঘট চলায় সমস্যা হতে পারে।’