রংপুর: রংপুরে কালেক্টরেট মাঠে বিএনপির গণসমাবেশ আজ। নির্ধারিত সময়ের আগেই সকল প্রতিবন্ধকতা পেরিয়ে পায়ে হেঁটে সকাল থেকেই দলে দলে সমাবেশ স্থলে প্রবেশ করছে মানুষ।
মোটর মালিক সমিতির দেওয়া দুইদিনের পরিবহন ধর্মঘটের খবরে গতকাল থেকেই বিভাগের আট জেলার বিএনপি’র নেতা-কর্মীরা বিকল্প উপায়ে রংপুরে এসেছে। আজ সকাল থেকেই সেসব নেতাকর্মীরা সমর্থকদের নিয়ে মিছিল করে সমাবেশ স্থলে প্রবেশ করছে।
শনিবার (২৯ অক্টোবর) সকাল ৯ টার দিকে নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে প্রবেশ করতেই দেখা যায়, বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা মানুষের ঢল। এই প্রবেশ পথেই কড়া নিরাপত্তার বেষ্টনী করে দাঁড়িয়ে রয়েছেন নগর পুলিশের সদস্যরাও।
গণসমাবেশ শুরু হবে দুপুর দুইটায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকুসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা গণসমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থাকারও কথা রয়েছে।
ইতোমধ্যেই গতকাল রাত ১০ টার দিকে গণসমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশস্থল পরিদর্শন করে গিয়েছেন আর বাকি অতিথিরাও রংপুরে এসেছেন বলেও জেলা বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।
গণসমাবেশ শুরুর নির্ধারিত সময়ের ৫ ঘণ্টা আগেই নগরীর এই ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠ বিএনপির কর্মী সমর্থকদের পদচারণায় মুখরিত।
শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিলে করে মাঠে প্রবেশকালে কথা হয় কুড়িগ্রাম সদর থেকে আসা আশিকুর রহমান নামের এক যুবদল নেতার সাথে। আশিক বলেন, পরিবহণ ধর্মঘটের কথা শুনে এলাকার ২০টি অটো রিজার্ভ করে আজ ফজরের সময় রওয়ানা করেছি। রংপুরের সাত মাথায় এসে পুলিশ চেকপোস্টের আগে নেমে পড়ে সেখান থেকে হেঁটে হেঁটে এখানে এসেছি। যতই প্রতিবন্ধকতা আসুক আমরা স্রোতের ন্যায় সব বাধা অতিক্রম করা শিখেছি। আজকের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ এসে প্রমাণ দিবে বিএনপির সৈনিকরা জাগ্রত।
উল্লেখ্য, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিভিন্ন স্থানে দলের নেতা-কর্মী নিহত হওয়ার প্রতিবাদসহ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী বিভাগীয় শহরে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আজ (শনিবার) রংপুরে তাদের চতুর্থ বিভাগীয় গণসমাবেশ হচ্ছে।