আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক রাজ্যে কোয়ারেন্টাইন জারি করবেন না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও রাজ্য সরকার নিউ ইয়র্ককে কোয়ারেন্টাইনে নেয়ার পক্ষে।
এ বিষয়ে ট্রাম্প জানান, করোনাভাইরাস নিয়ে হোয়াইট হাউসের টাস্কফোর্সের পরামর্শ মেনেই এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, করোনা বিস্তার ঠেকাতে নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকাটে কোয়ারেন্টাইন জারি করবেন।
যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা নিউ ইয়র্কে। রাজ্যটিতে এ পর্যন্ত ৫২ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। যা পুরো যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যার তুলনায় অর্ধেক।
সূত্র : সিএনএন