ঢাকা: নয়াপল্টনে বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক, পুলিশ, পথচারী এবং দলটির নেতাকর্মীসহ শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে ৭/৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করেছে।
বুধবার (৭ নভেম্বর) রাজধানীর নয়াপল্টন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুরের পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে কয়েক হাজার নেতাকর্মী দলটির অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে পুলিশ তাদের রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলে। এই নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা। তারপরই বেলা দুইটার দিয়ে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। এতে ওই এলাকায় দায়িত্বরত সংবাদকর্মীদের অনেকে আহত হন। এসময় বিএনপির কর্মীরা আশপাশের গলিতে আশ্রয় নেয়। সেখান থেকে তারা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।