ঢাকা: ঢাকা বিভাগীয় বিএনপির গণসমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা গতকাল বিকেল থেকেই রাজধানীর গোলাপবাগ মাঠে আসতে শুরু করেন।
শুক্রবার (৯ ডিসেম্বর) রাতেই নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তারপরও গণসমাবেশ উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা সকাল থেকে দলে দলে গোলাপবাগ মাঠে আসতে থাকেন। কিন্তু মাঠে জায়গা না পাওয়ায় সমাবেশস্থলের আশপাশের এলাকা ও রাস্তায় তারা অবস্থান নিয়েছেন।
গণসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা গোলাপবাগ মাঠে জায়গা না পেয়ে দক্ষিণে সায়েদাবাদ, উত্তর খিলগাঁও ফ্লাইওভার, পুবে মানিকনগর এবং পশ্চিমে কমলাপুর টিটিপাড়া পার হয়ে গোপীবাগ এলাকার রাস্তায় অবস্থান নিয়েছে। এ সময় বিএনপি নেতাকর্মীরা ‘টেক ব্যাক বাংলাদেশ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, বিএনপির আজকের সমাবেশকে কেন্দ্র করে কমলাপুর, মতিঝিলসহ আশেপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব-৩ এর ২৫০ জন সদস্য মোতায়েন রয়েছেন। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব-৩ এর সদস্যরা কাজ করছে এবং সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতেও সবাই মিলে কাজ করছে। আমাদের টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো ধরনের সন্দেহজনক বা অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়নি। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।