1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩

ঢাকা: বুধবার (১২ এপ্রিল) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের চলতি এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, মুসলমানদের সবচাইতে বড় উৎসব ঈদ এলে গার্মেন্টস সেক্টরে কর্মরত প্রায় ৪০ লক্ষ শ্রমিক—কর্মচারী পরিবারের সাথে ঈদ পালন করতে নিজ নিজ গ্রামের বাড়িতে যান। প্রতি বৎসর ঈদ এলে গার্মেন্টস মালিকরা শ্রমিক—কর্মচারীদের বেতন—ভাতা ও ঈদ বোনাস দেয়া নিয়ে তালবাহানা শুরু করেন। এবার ঈদুল ফিতর এপ্রিল মাসের শেষাংশে পড়েছে। আমরা আশা করছি মালিকরা এই বৎসরে ছল চাতুরী করার চেষ্টা করবেন না। আমাদের দাবি শ্রমিকরা যেন সুন্দরভাবে ঈদ উৎসব পালন করতে পারেন সেজন্য আগামী ২৫ রমজানের মধ্যে এপ্রিল মাসের পূর্ণ বেতন, ঈদ বোনাসসহ সকল বকেয়া পাওনাদি পরিশোধ করতে হবে।

বক্তারা আরো বলেন, বর্তমান উর্ধ্বমূল্যের বাজারে গার্মেন্টস শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে তাদের সংসার চলে না। তাই অবিলম্বে তাদের নূন্যতম মজুরি ২৪ হাজার টাকা ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ বাহারানে সুলতান বাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফার সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সহ—সভাপতি গাজী মোঃ নূরে আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল শিকদার, কেন্দ্রীয় নেতা মোঃ শামীম, মাকসুদুর রহমান, আনিসুর রহমান, শেফালী আক্তার, সিরাজুল ইসলাম, কাজল প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!