গাজীপুর: ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঘরমুখো পোশাক শ্রমিকসহ বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীদের চাপ বেড়েছে সড়কে। এতে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থেমে চলাচল করছে উত্তরবঙ্গগামী যানবাহন। এদিকে, যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন স্থানে কাজ করছে পুলিশ।
পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে নামে মহাসড়কে যাত্রীদের ঢল। অতিরিক্ত যাত্রীর চাপে রাত থেকে মহাসড়কে থেমে থেমে চলছে পরিবহন যা আজ শুক্রবার (২১ এপ্রিল) পর্যন্ত অব্যহত রয়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
গতকাল রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, মৌচাক সফিপুর থেকে চন্দ্রা পর্যন্ত ছিল যানজট। নবীনগর হয়ে জিরানি থেকে চন্দ্রা পর্যন্ত মহাসড়কেও দেখা দেয় গাড়ির তীব্র জট। ১০ মিনিটের রাস্তা পাড়ি দিতে সময় লেগেছে কয়েক ঘণ্টা।
একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত। এই সড়কেও থেমে থেমে চলতে দেখা গেছে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি সমূহকে।
এদিকে, ঈদ উপলক্ষে ঘুরমুখো মানুষদের কেউ বাসে, কেউ ট্রাক, পিকাপ, মোটরসাইকেল যে যেভাবে পারছেন গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। কয়েকগুণ বেশি ভাড়া হলেও সেদিকে ভ্রূক্ষেপ নেই যাত্রীদের।
কালিয়াকৈর উপজেলার সফিপুরে অবস্থিত নীট এশিয়া লি. কারখানার শ্রমিক আরিফ বলেন, আমাদের কারখানা গতকাল লাঞ্চের পর ছুটি হয়েছে। রাস্তায় যানজটের কারণে আজ বের হয়েছি কিন্তু আজও থেমে থেমে চলছে যানবাহন।
নওগাঁর পত্নীতলা এলাকার আকতার আলী বলেন, কোনাবাড়ি জরুন গার্মেন্টেসে কাজ করি স্বামী স্ত্রী একসঙ্গে। আজ ছুটি হয়েছে। ১১ দিনের ছুটি। অটোতে করে কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত এসেছি। এখন গাড়ি পেলেই উঠে যাব।
এদিকে যানজট নিরাসনে গাজীপুরে মহাসড়কের ৫টি এরিয়ায় ৬০ জন রোভার সদস্য কাজ করছেন। গত বুধবার থেকে ভোগরা বাইপাসে ১০ জন, চৌরাস্তায় ২০ জন, কোনাবাড়িতে ১০ জন, টঙ্গীতে ১০ জন ও রাজেন্দ্রপুরে ১০ জন রোভার দায়িত্ব পালন করছেন। এসব রোভার সদস্যরা শুক্রবার বিকেল পর্যন্ত কাজ করবেন।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, গতকাল অধিকাংশ কারখানা একসঙ্গে ছুটি হওয়ায় মহাসড়কে যাত্রীর চাপ বেড়েছে। মহাসড়কে কিছু যায়গায় থেমে থেমে গাড়ি চলছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সদস্যরা কাজ করছেন।