আন্তর্জাতিক ডেস্ক : নভেল করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার উন্নতি হওয়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করে আনা হয়েছে। তবে এখনও কিছুদিন হাসপাতালেই থাকতে হচ্ছে এ নেতাকে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর এক মুখপাত্র বলেন, বরিস জনসনকে বৃহস্পতিবার রাতে আইসিইউ থেকে ওয়ার্ডে ফেরত নেয়া হয়েছে। সেখানেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তার মুখপাত্র বলেন, বরিস জনসনের অবস্থার উন্নতি হচ্ছে। তিনি অসাধারণ যত্নের জন্য চিকিৎসাকর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে, বরিস জনসনকে আইসিইউ থেকে বের করাকে দারুণ খবর উল্লেখ করে এক টুইটে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্র: বিবিসি