আন্তর্জাতিক ডেস্ক : আড়াই মাসের লকডাউন উঠে যাওয়ার পর বিয়ের জন্য আবেদনের হিড়িক পড়েছে করোনাভাইরাসের উৎসভূমি উহানে।
শুক্রবার (১০ এপ্রিল )পর্যন্ত অ্যালিপে নামে একটি অ্যাপে গত বুধবার থেকে ৩০০ বিয়ের আবেদন জমা পড়েছে।
অ্যালিপে থেকে জানানো হয়েছে, অ্যাপটিতে এত বেশি ভিজিট হয়েছে, সেটি সাময়িকভাবে থেমে যায়। সবচেয়ে বেশি আবেদন এসেছে উহান থেকে। সিস্টেম ভেঙে না পড়লেও অ্যাপটিকে রিফ্রেশ করতে বেশ কিছুটা সময় লেগে গেছে।
উহানে ফেব্রুয়ারি ও মার্চে কোনো বিয়ে হয়নি। এর পেছনে কারণ একটাই, তা হলো করোনাভাইরাস। যে কারণে অ্যালিপে অ্যাপে বিয়ের আবেদন নেওয়া বন্ধ করা হয়।
তবে লকডাউন তুলে নেওয়ার পর থেকে যুগলেরা যাতে সবচেয়ে রোমান্টিক উপায়ে নিজেদের উপভোগ করতে পারেন, সে ব্যবস্থা করা হযেছে।
অবেদন করলেও শর্ত মানতে হবে যুগলদের। তারা করোনা মুক্ত কি না সে সাটিফিকেট দেখাতে হবে তাদের।
সুত্র : এনডিটিভি