1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:২৮ অপরাহ্ন

বাগদানের পর পরিণীতির প্রথম ছবি প্রকাশ্যে

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ মে, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড পাড়ার সব জল্পনা-কল্পনা শেষে আংটিবদল হলো পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির নেতা রাঘব চড্ডার। দিল্লির কপূরথলা হাউসে আত্মীয়-পরিজন ও বন্ধু-বান্ধবের উপস্থিতিতে একে অপরকে আংটি পরালেন দুই তারকা।

এত দিন ধরে প্রেমের জল্পনা চলছিল তাদের মধ্যে। যদিও এতদিন মুখে কুলুপ এঁটেই ছিলেন আলোচিত এ যুগল। এত দিনে সিলমোহর পড়ল সেই প্রেমে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের ছবি পোস্ট করলেন ‘উঁচাই’ খ্যাত অভিনেত্রী।

আম আদমি পার্টি নেতা রাঘব চড্ডার সঙ্গে আংটিবদলের পরে সামাজিক যোগাযোগমাধ্যেমে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

তাদের পরনে সাদা পোশাক, অনামিকায় বাগ্দানের আংটি। একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মধ্যেই প্রায় হারিয়ে গিয়েছেন পরিণীতি ও রাঘব। তাদের সব প্রার্থনার ফসল এই সম্পর্ক, তাতেই সায় দিয়েছেন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে লিখেছেন দুই তারকা। একে অপরের সান্নিধ্য পেয়ে যে কতটা আপ্লুত তারা, তা স্পষ্ট যুগলের ছবিতেই।

জনসমক্ষে একাধিকবার তাদের এক সঙ্গে দেখা গেলেও নিজেদের প্রেম নিয়ে এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন পরিণীতি ও রাঘব। মুম্বাইয়ের রেস্তরাঁ থেকে বিমানবন্দর, সর্বত্র এক সঙ্গে ধরা দিয়েছেন আলোচিত এ যুগল। তবে বাগদান ও বিয়ে নিয়ে কখনো কথাই বলেননি কেউই। যদিও নিজেদের প্রেম লুকিয়েও রাখেননি তারা। ব্যক্তিগত পরিসরে নিজেদের সম্পর্ককে উদ্যাপন করলেও অনুরাগীদের জন্য সামাজিক

সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি সবার সঙ্গে ভাগ করে নিলেন পরিণীতি ও রাঘব দুজনেই। বাগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, মণীশ মলহোত্রর মতো বলিউডের পরিচিত মুখেরা। ছিলেন আদিত্য ঠাকরে, পি চিদম্বরম, ভগবন্ত সিংহ মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও।

আপ নেতা রাঘব চড্ডার পড়াশোনা ইংল্যান্ডের লন্ডন স্কুল অফ ইকোনমিক্স-এ। অন্যদিকে পরিণীতিও ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার বিজ়নেস স্কুলের প্রাক্তন পড়ুয়া। যশরাজ ফিল্মসে মার্কেটিংয়ের কাজ করতে করতে ২০১১ সালে সিনেমার পর্দায় অভিষেক পরিণীতির। বিদেশের মাটিতেই বন্ধুত্বের সূত্রপাত রাঘব ও পরিণীতির। দীর্ঘ দিনের বন্ধুত্ব থেকেই প্রেমের সূত্রপাত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com