আন্তর্জাতিক ডেস্ক : সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ দেশজুড়ে কারফিউয়ের মেয়াদ বাড়ানোর অনুমতি দিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) কারফিউয়ের মেয়াদ বাড়ানোর এ ঘোষণা দেয় দেশটি। সৌদি আরবের সরকারি গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ খবর নিশ্চিত করেছে।
এর আগে সৌদি বাদশাহ গত ২৩ মার্চ থেকে ২১ দিনের কারফিউ জারির ঘোষণা দিয়েছিলেন। সন্ধ্যা ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকছে।
তবে গত সপ্তাহে করোনাভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় রিয়াদ ও অন্যান্য বড় শহরগুলোতে ২৪ ঘণ্টার কারফিউ ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে দেশটিতে আক্রান্তের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে রাজ পরিবারও। সৌদি রাজ পরিবারের ১৫০ জনের বেশি সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।