আন্তর্জাতিক ডেস্ক : স্পেনে করোনায় মৃত্যু ১৮ হাজার ছাড়িয়েছে। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, সোমবার রাতে করোনায় ৫৬৭ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা ১৮ হাজার ৫৬ তে পৌঁছেছে। একই সময় আক্রান্তের সংখ্যা তিন হাজার ৪৫ জন বেড়ে মোট সংখ্যা এক লাখ ৭২ হাজার ৫৪১ এ পৌঁছেছে।
সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী স্যালভেদর ইল্লা জানিয়েছেন, সাম্প্রতিক তথ্যে ইঙ্গিত মিলছে যে, স্পেন করোনাসংকটের তীব্রতার সময় পেরিয়ে এসেছে।
তিনি বলেন, ‘আমরা সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছিলাম এবং এই সপ্তাহের লক্ষ্য হচ্ছে পরবর্তী ধাপে পৌঁছা।
১০ এপ্রিল থেকে স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। একই সময় মৃতের সংখ্যাও কমতে শুরু করেছে। তবে এই সংখ্যা কিছুটা ওঠানামা করছে। ১১ এপ্রিল মৃতের সংখ্যা ৫২৫ থাকলেও পরের দিন মারা যায় ৬০৩ জন। একইভাবে সোমবার মৃতের সংখ্যা ছিল ৫৪৭। তবে মঙ্গলবার মারা যায় ৫৬৭ জন।