আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) বিভাগের এক তৃতীয়াংশ ও গুরুত্বপূর্ণ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির সরকারের নতুন পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
সোমবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, ‘গুরুত্বপূর্ণ কর্মী ও তাদের পরিবার’ শ্রেণিতে থাকা ১৬ হাজার ৮৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৫ হাজার ৭৩৩ জনের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে।
অবশ্য যেসব স্বাস্থ্যকর্মীর মধ্যে লক্ষণ দেখা যায়নি এবং যুক্তরাজ্যের করোনা পরীক্ষার মানদণ্ডের আওতায় পড়েন না এমন লোকদের সঙ্গে বাস করেন তাদেরকে এই তালিকার অন্তর্ভূক্ত করা হয়নি। এই হিসেবে এনএইচএসের সব কর্মীর করোনা পরীক্ষা করা হয়নি।
এনএইচএসের সব কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত করোনা পরীক্ষা এবং কর্মীদের সুরক্ষা সরঞ্জাম পিপিই পর্যাপ্ত সরবরাহের জন্য চাপের মুখে রয়েছে জনসন সরকার। কারণ বেশ কয়েকটি ইউরোপীয় দেশের তুলনায় যুক্তরাজ্যে করোনা পরীক্ষার হার অত্যন্ত কম। এ পর্যন্ত এনএইচএসের অত্যন্ত ১৯ কর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মী অভিযোগ করেছেন, করোনা রোগীদের নিরাপদে চিকিৎসার জন্য তাদেরকে পর্যাপ্ত পিপিই দেওয়া হয়নি।
ব্যাপক সমালোচনার মুখে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে তিনি প্রতিদিনের করোনা পরীক্ষার সংখ্যা ১০ হাজার থেকে বাড়িয়ে এক লাখে উন্নীত করবেন।