আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মারাত্মক ছোবল পড়েছে যুক্তরাষ্ট্রে। ৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। কিন্তু এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে যেন মাথাব্যথাই নেই হাওয়াই অঙ্গরাজ্যের বাসিন্দাদের। দ্বীপের সমুদ্র সৈকতে জনসমাগম কমছেই না। তাই করোনা লড়াইয়ে হাওয়াই দ্বীপের সব সৈকত বন্ধ করার ঘোষণা দিলেন রাজ্যের গভর্নর ডেভিড ইগে।
শুক্রবার থেকে কার্যকর এ নিষেধাজ্ঞা থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। স্থানীয় বাসিন্দারা সাঁতার ও সার্ফিং করতে পারবে কেবল সামাজিক দূরত্ব মেনে। তবে রৌদ্র্যোস্নান, পিকনিক ও কোনো খেলা খেলতে পারবেন না।
ইগের নির্দেশ অনুযায়ী, নৌকায় করে সীমিত আকারে সমুদ্রে বেড়াতে পারবে বাসিন্দারা। তবে এক নৌকায় দুজনের বেশি উঠতে পারবে না এবং দুজনকে হতে হবে একই পরিবারের কিংবা আত্মীয়। তাদের মধ্যেও ৬ ফুট দূরত্ব থাকতে হবে। আর দুই্ নৌকার দূরত্বের ব্যবধান থাকতে হবে ২০ ফুট। হাইকিং বা মাছ ধরার ক্ষেত্রেও একই বিধিনিষেধ থাকবে।
আক্রান্তের সঙ্গে মুত্যুতেও যুক্তরাষ্ট্র সবাইকে পেছনে ফেলেছে। ৩৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়েছে করোনায়।