বাংলার কাগজ ডেস্ক : অভূতপূর্ব উন্নয়ন পরিক্রমায় দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের’ ধুয়া তুলে দেশকে আবারও পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি-জামায়াত জনগণের ভোট পাবে না, জেনে নির্বাচন বানচাল করতে এই মাতামাতি করছে বলেও মনে করেন তিনি।
শুক্রবার (৬ অক্টোবর) গণভবনে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশগ্রহণ এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একসময় আমাদের দেশে ছিল গভর্নমেন্ট অব দ্য আর্মি, বাই দ্য আর্মি, ফর দি জেনারেল। আওয়ামী লীগই গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল প্রতিষ্ঠা করেছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি, মানিলন্ডারিং—যত প্রকার অপকর্ম ছিল, সেসব থেকে আমরাই মুক্তি দিয়ে নিয়মতান্ত্রিকতার মধ্যে দেশকে এনেছি।
‘দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, তখন হঠাৎ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে এত মাতামাতি কেন?…সন্দেহ হয় রে। এটাই বলতে হয়, সন্দেহ হয় রে। আসল কথা, নির্বাচনটাকে বানচাল করে দেওয়া। যারা জানে, নির্বাচন করে জনগেণের ভোট পাবে না; তারা সব জায়গায় গিয়ে ধর্না দিয়ে বেড়াচ্ছে। কারণ, তাদের তো কোটি কোটি টাকা। ক্ষমতায় থেকে এত বেশি মানিলন্ডারিং এবং এত বেশি টাকার মালিক হয়ে গেছে যে, তারা সেই টাকা অবাধে খরচ করে যাচ্ছে।’
কোটি কোটি টাকা খরচ করে বিএনপি-জামায়াতের দেশবিরোধী প্রচারণার কথা তুলে ধরে তিনি বলেন, সব জায়গায় প্রচার আর সেই সাথে আন্তর্জাতিক পর্যায়ে…। তারা বাস্তব অবস্থাটা বোঝে কি না, আমি জানি না। তারা একই ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছে।
‘আমাকে অবাধ নির্বাচন শিখাতে হবে না। আমরা আইয়ুব খানের আমল থেকে আন্দোলন করে আসছি। স্কুলজীবন থেকেই রাজপথে আন্দোলন করেছি। আইয়ুব খান, ইয়াহিয়া, জিয়া, এরশাদ, খালেদা জিয়া—সবাই তো ভোট চোর। এক আওয়ামী লীগকে জনগণ স্বতস্ফূর্তভাবে ভোট দেয়। কাজের মধ্যে দিয়ে মানুষের আস্থা অর্জন করতে হয়।’
নৌকায় ভোট দিয়ে মানুষ স্বাধীনতা পেয়েছে, নৌকায় ভোট দিয়ে অর্থনৈতিক মুক্তি পেয়েছে, জীবন মান উন্নয়ন হয়েছে, দাবি করে শেখ হাসিনা বলেন, দারিদ্র্য বিমোচন কার সময়ে হয়েছে? ৪১ ভাগ থেকে ১৮ ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র ৫ ভাগ, সেটাও থাকবে না। তবে কিছু লোক আছে, চোখ থাকতেও অন্ধ, তাদের কিছু বলার নেই।