আন্তর্জাতিক ডেস্ক : নির্দেশনা মেনে যারা গাজা ছেড়ে পালিয়ে যাচ্ছে তাদের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ গাজার দিকে যাওয়া যানবাহনের একটি বহরের ওপর হামলার খবর প্রথম উঠে আসে। হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, ত্তর গাজা থেকে দক্ষিণে যাওয়ার যে দুটি পথ তার মধ্যে একটি সালাহ-আল-দিন সড়কে এ হামলার ঘটনা ঘটেছে।
উত্তরে অবস্থিত গাজাবাসীরা এলাকাটি খালি করার জন্য ইসরায়েলি সতর্কতা মেনে চলায় গতকাল সারাদিন রাস্তাটি যানজটে পূর্ণ ছিল।
হামলার পর প্রাপ্ত ভিডিও ফুটেজে কমপক্ষে ১২টি মৃতদেহ দেখা গেছে। এদের অধিকাংশই নারী ও শিশু। বেশিরভাগ মৃতদেহ উল্টে যাওয়া ট্রাকের পিছনে পড়ে থাকতে দেখা যায়। অন্যগুলোর রাস্তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ৭০ জন নিহত হয়েছে এবং হামলার জন্য ইসরায়েল দায়ী।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, বিষয়টি তারা তদন্ত করছে।