আন্তর্জাতিক ডেস্ক : গাজার একটি হাসপাতালে বিমান হামলায় অন্তত পাঁচশো মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র বলছেন এই ঘটনা কীভাবে হল তা তাদের জানা নেই, তারা খোঁজ নিচ্ছে। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হাসপাতালে বিমান হামলায় যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশও গাজার বাস্তুচ্যুত বাসিন্দা। নিরাপত্তার আশায় তারা হাসপাতালের একটি হল এবং বাইরের মাঠে আশ্রয় নিয়েছিলেন।
পশ্চিম তীরে ফিলিস্তিন সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হাসপাতালে ওই হামলার ঘটনাকে ‘গণহত্যা’ হিসেবে বর্ণনা করেছেন। আর গাজায় হামাস কর্তৃপক্ষের একজন মুখপাত্র এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’আখ্যায়িত করেছেন।
এক বিবৃতিতে হামাস বলেছে, “শত শত অসুস্থ ও আহত মানুষ ছিল ওই হাসপাতালে। ঘরহারা অনেক মানুষও সেখানে আশ্রয় নিয়েছিল। এখনও শত শত মানুষ হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে আটকে আছে।
বিবিসি জানিয়েছে, অ্যাংলিকান চার্চ পরিচালিত আল-আহলি আল-আরাবি হাসপাতালের যে ছবি তারা পেয়েছে, সেখানে দেখা গেছে ভয়াবহ এক পরিস্থিতি।
ধ্বংসস্তূপে পরিণত হওয়া হাসপাতাল ভবনে আগুন জ্বলছিল। তার মধ্যেই রক্তাক্ত ও আহত অবস্থায় অনেককে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হচ্ছিল।
হাসপাতালের বাইরে রাস্তার ওপরও লাশ আর ভাঙাচোরা যানবাহন ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে।
ওই হাসপাতালে কর্মরত একজন চিকিৎসক বিবিসিকে জানান, প্রায় চার হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছিল। বিমান হামলার পর হাসপাতালের ৮০ শতাংশ ধ্বংস হয়ে গেছে এবং কয়েকশ মানুষ হতহাহত হয়েছে বলে তার ধারণা।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন বলে ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।