নালিতাবাড়ী (শেরপুর) : ফেসবুক লাইভে এসে ব্যক্তি জীবনের হতাশা ও এর জন্য দায়ীদের উল্লেখ করে ব্যাখ্যা জানানোর পর বিষপানে আত্মহত্যা করেছে মিজানুর রহমান (৩২) নামে এক যুবক।
মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোররাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের সিধুলী গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহননকারী মিজান ওই এলাকার আব্দুল হালিমের ছেলে ও স্থানীয় বাজারের সেলুনে কাজ করতেন। তার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রয়েছে। মিজান এর আগে আরও দুইবার কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে নিজ বাড়িতে ফেসবুক লাইভে এসে বলেন, আমি এভাবে কখনো ফেসবুকে লাইভ করি নাই। আজ আমার শেষ লাইভ। তিনি লাইভে তার স্ত্রী-শ্বশুর-শাশুড়িকে দোষারোপ করে পারিবারিক হতাশার কথা জানান। লাইভ শেষ করে মিজান কীটনাশক পান করে আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। টের পেয়ে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী সালমা খাতুন জানান, এর আগেও তার স্বামী দুইবার বিষ খেয়েছিল। তার মাথার সমস্যা রয়েছে। সে মাঝেমধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করবে বলতো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান হবি জানান, পরপর দুইবার বিষ খেয়ে সে বেঁচে গেছে। এবার ফেসবুকে লাইভে বিষ খেয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় সে নিজেই দায়ী।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক জানিয়েছেন, লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।