1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ০৬ মে ২০২৪, ০৯:৫২ অপরাহ্ন

মহাসড়কে চেকপোস্ট: ট্রেনে ঢাকা যাচ্ছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

গাজীপুর: সমাবেশে যোগ দিতে গাজীপুর থেকে হাজার হাজার বিএনপি ও জামায়াতের নেতাকর্মী ট্রেনে করে ঢাকা যাচ্ছেন। ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট থাকায় ট্রেনে নিরাপদ মনে করছেন নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। এসব যাত্রীদের অধিকাংশ বিএনপি ও জামায়াতের কর্মী। ট্রেন থামলেই তাড়াহুড়া করে ট্রেনে উঠে যাচ্ছেন তারা। ট্রেনের বগিতে ঠাঁই না পেয়ে ট্রেনের ছাদে উঠেছেন তারা। এখনো অসংখ্য লোক স্টেশনে অপেক্ষা করছেন। তারা ট্রেনের ছাদে স্লোগান দিতে দিতে যাচ্ছেন।

যাত্রীদের সঙ্গে কথা বলে দেখা যায় তারা অধিকাংশ ঢাকার সমাবেশের যাত্রী। তারা সকাল হতেই গাজীপুর ও আশপাশের এলাকা থেকে এসে স্টেশনে অবস্থান নিয়েছেন। মহাসড়কে পরিবহন সংকট, পাশাপাশি চেকপোস্ট থাকায় তারা ট্রেনে যাচ্ছেন। ট্রেনের ভিত‌রে জায়গা না থাকায় ‌ট্রেনের দরজায় ঝু‌লে ও ছা‌দে উঠে নেতাকর্মী‌দের যে‌তে দেখা গে‌ছে ।

আবির নামে এক বিএনপি কর্মী বলেন, দলের নির্দেশে ঢাকা যাচ্ছি। মহাসড়কে তল্লাশি আছে এজন্য ট্রেনে যাচ্ছি। আমাদের অনেকেই গতকাল চলে গেছে। আমরা ১০-১৫ জন ট্রেনে যাচ্ছি। আমাদের মতো হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন পন্থায় সমাবেশে যাচ্ছে। আমাদের এ গণজোয়ার ঠেকানো সম্ভব নয়।

অপরদিকে বড় রাজ‌নৈ‌তিক দলগু‌লোর সমা‌বেশ‌কে ঘি‌রে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়ন‌সিংহ মহাসড়‌কে সকাল থে‌কে গণপ‌রিবহন অ‌নেকটাই কম। স্বাভা‌বি‌কের চে‌য়েও যানবাহন কম থাকায় ভোগা‌ন্তি‌তে দুই মহাসড়‌কে চলাচলকারী যাত্রী ও পথচারীরা। মহাসড়‌কের বি‌ভিস্ন স্থা‌নে বসা‌নো হ‌য়েছে পু‌লি‌শের তল্লাশী চৌ‌কি। সেখানে যাত্রীদের তল্লাশি করা হচ্ছে।

গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার মো. আলমগীর হোসেন বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের ট্রাফিক বিভাগ থেকে  কোথাও চেকপোস্ট বসানো হয়নি।  যেগুলো রয়েছে তা সংশ্লিষ্ট থানার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!