1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:০০ পূর্বাহ্ন

প্রধান বিচারপতির বাসায় ভাঙচুর-আইডিবি ভবনে আগুন দিয়েছে বিএনপি: হারুন

  • আপডেট টাইম :: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

ঢাকা: রাজধানীর কাকরাইলে আইডিবি ভবনে আগুন ও প্রধান বিচারপতির বাসভবনে বিএনপি কর্মীরা ভাঙচুর চালিয়েছেন বলে জানিয়েছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, ‘সমাবেশগুলো নিয়মতান্ত্রিকভাবে করার কথা, ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। কিন্তু হঠাৎ করে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এরপর আমরা তাদের সরিয়ে দেই।’

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে কাকরাইলে প্রধান বিচারপতি বাসভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা কাকরাইলে আইডিইবি ভবনে আগুন দেন, চিফ জাস্টিজের ভবনে ভাঙচুর করেন। আমরা তাদের সরিয়ে দিয়েছি।’

মতিঝিলে জামায়াতের মহাসমাবেশ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘জামায়াত শান্তিপূর্ণ সমাবেশ করলে আমরা কিছু বলছি না, কিন্তু সেখানেও তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেছেন। আমরা সজাগ আছি, নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

সরকারি ভবনে আগুন, বাসে আগুন দিয়ে যারা এমন ঘটনা ঘটিয়েছেন, তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিবিপ্রধান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!