1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন

ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বাংলার কাগজ ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মহাসড়কে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।

সোমবার রাতে বিজিবির পক্ষ থেকে পাঠানো বার্তায় এ কথা জানানো হয়। বার্তায় আরও জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে প্রয়োজনীয় সংখ্যক বিজিবি মোতায়েন থাকবে।

বিজিবি জানায়, কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতিতে প্রতিরোধ করার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও করা হচ্ছে। বিশেষ করে মহাসড়ক, রেলপথে নিরাপত্তায় বাড়তি নজর দিচ্ছে বাহিনীটি। গুজব, মিথ্যা তথ্য ছবি দিয়ে কেউ যেন অস্থিতিশীল বা আতঙ্ক ছড়াতে না পারে সেজন্যও কাজ করবে বিজিবি। আইন-শৃঙ্খলার অবনতি ও নাশকতার কোনো তথ্য থাকলে জাতীয় পরিসেবা ৯৯৯ এ ফোন করতেও অনুরোধ করা হয়েছে বাহিনীর পক্ষ থেকে।

উল্লেখ্য, আজ থেকে বিএনপির তিন দিনের অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার টানা তিন দিন দেশব্যাপী রাজপথ, রেলপথ ও নৌপথে সর্বাত্মক অবরোধ কর্মসূচি দিয়েছে দলটি। জামায়াতও একই কর্মসূচি ঘোষণা করেছে। এর আগে সারা দেশে বিজিবি মোতায়েন করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com