নালিতাবাড়ী (শেরপুর) : হরতাল-অবরোধের নামে দেশব্যাপী বিএনপি-জামায়াতের তান্ডব, দেশি-বিদেশি ষড়যন্ত্র, পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাস ভবনে আগুন এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখা।
শুক্রবার (৩ নভেম্বর) বেলা এগারোটায় জেলার নালিতাবাড়ী শহরের আড়াআইনী বাজারস্থ সংগঠনটির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা পরিষদের গেইটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি শেরপুর জেলা শাখার সম্পাদক রাজিয়া সুলতানার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ওয়ার্কার্স পার্টি নেতা আব্দুস সোবহান, সাংবাদিক হুমায়ুন মুজিব, যুবনেতা রাজু আহমেদ, মাসুদ রানা, ছাত্রনেতা সানী প্রমুখ।
সমাবেশ শেষে পুনরায় বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে ‘উন্নয়নের সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার’সহ নানা শ্লোগান দিয়ে ওয়ার্কার্স পার্টি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।