1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন

৫১৮ টন আলু আমদানি, কমছে দাম

  • আপডেট টাইম :: শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে দ্বিতীয় দিনে ৫১৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরের পর থেকে আলুবাহী ভারতীয় ট্রাক বন্দরের ইয়ার্ডে প্রবেশ করতে শুরু করে। এনিয়ে দুই দিনে দেশের অন্যতম এই স্থলবন্দরে ২১টি ট্রাকে মোট ৫৭০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

এদিকে, নিত্যপ্রয়োজনীয় খাদ্য পণ্যটি আমদানি শুরুর খবরে জেলার বাজারে কমতে শুরু করেছে আলুর দাম। পাইকারি বাজারে প্রতিকেজি আলুর দাম ৮-১০ টাকা কমেছে। এখন হলেণ্ডার আলু বিক্রি হচ্ছে ৪৮-৫২ টাকা দরে। অন্যদিকে লাল রঙের আলু বা দেশি আলু বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬২-৬৪ টাকা। অথচ কয়েকদিন আগেই জেলার বাজারগুলোতে হলেণ্ডার আলু ৬০-৬২ টাকা এবং দেশি আলু ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।

সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার প্রভাত কুমার সিংহ জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটির পর আজ শনিবার বন্দরের কার্যক্রম চালু হয়েছে। এদিনে ১৯টি ট্রাকে ৫১৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এই বন্দর দিয়ে দুই দিনে মোট ৫৭০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে।

আলু আমদানিকারকরা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আলু আনছেন তারা। সরকারের অনুমতি সাপেক্ষে আমদানি স্বাভাবিক থাকলে দেশের আলুর বাজার স্থিতিশীল থাকবে বলে মনে করেন তারা। প্রতি মেট্রিক টন আলু আমদানি হয়েছে আকার ও ধরণভেদে ১০০ থেকে ১৫০ মার্কিন ডলারে। আমদানির ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে আলুর দাম ২৫-৩০ টাকা দরে নেমে আসবে বলে আশাবাদী আমদানিকারকরা।

সোনামসজিদ স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা সমির ঘোষ জানান, স্থলবন্দরের ২১ জন আমদানিকারক ১৫ হাজার ৮০০ মেট্রিক টন আলু আমদানির অনুমতি পেয়েছেন। তারা নিয়ম মেনে আলু আমদানি করতে শুরু করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!