ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার উপজেলার সদরের মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রাথমিক শিক্ষা পর্যায়ে শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি পাঠ দান যোগ্যতা ও গনিত বিষয়ের উপর মৌলিক দক্ষতা যাচাই বাচাই অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
শিক্ষক নেতা জহুরুল হক মিলনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন- শেরপুর জেলা শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল, সহকারী শিক্ষা অফিসার শাহ রিয়ার পারভেজ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ হাসান প্রমুখ।
“মানসম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পর্যায়ে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে বাংলা, ইংরেজী ও গণিত বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রত্যেক শ্রেণী থেকে ৩ জনকে বিজয়ী করা হয়। অনুষ্ঠান শেষে ২৭জন বিজয়ী শিক্ষার্থীকে অনুষ্ঠানের অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।