বান্দরবান : প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পাহাড়ে সবখানে উন্নয়নের সুবাতাস বইছে। এখন জেলার প্রতিটি উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সহ ব্যপক অবকাঠামো গত উন্নয়ন হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এমন মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে আর আগামীতে ও স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকতে হবে। আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের বিকল্প নাই।
জনসমাবেশের আগে বৈদ্যপাড়া ২ নং তারছা বেতছড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি টাকা ব্যয়ে একটি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, এবং ৪৫ কোটি টাকা ব্যয়ে ৫ টি কাজ সহ সর্বমোট ৪৯ কোটি টাকা এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে ১৮ কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রীজ নির্মাণ, ১ কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া হেডম্যান পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ১ কোটি ১১ লক্ষ টাকা ব্যয়ে বৈদ্য পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ১কোটি ২ লক্ষ টাকা ব্যয়ে মেরাই পাড়া সেচ ড্রেইন নির্মাণ, ৩০ লক্ষ টাকা ব্যয়ে বেতছড়া বাজার জামে মসজিদ নির্মাণ সহ সর্বমোট ২১ কোটি ৮৫ লক্ষ টাকা ব্যয়ে ৫ টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
মতবিনিময় সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান, রুন-অর-রশীদ, জেলা পরিষদের সদস্য, কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, এলজিইডি বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, সহকারী পুলিশ সুপার, আমজাদ হোসেন, বান্দরবান পৌরসভার মেয়র সামসুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, খোরশেদ আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।