আমিরুল ইসলাম : শেরপুর সদর উপজেলায় সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় বাল্যবিবাহ নিরোধ কমিটির এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস এর সভাপতিত্বে বাল্যবিবাহ নিরোধ কমিটির সাথে সমন্বয় সভায় স্বাগত বক্তব্য রাখেন- ব্র্যাক শেরপুর জেলার সমন্বয়কারী ফারহানা মিল্কী। বাল্যবিয়ে নিরোধে সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির কার্যক্রম উপস্থাপন করেন জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দী। সভায় বাল্যবিয়ের তথ্যগত চিত্র ও কুফল তুলে ধরেন কর্মসুচির ম্যানেজার সোশ্যাল মোবিলাইজেশন সাজ্জাদুজ্জামান চৌধুরী। বাল্যবিয়ে বন্ধে পরিকল্পনা তুলে ধরেন বাল্যবিবাহ নিরোধ কমিটির সম্পাদক মহিলা বিষয়ক কর্মকর্তা , এসডিএফ এনজিও কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, যুব উন্নয়ন কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, অফিসার ইনচার্জ, সহকারী কমিশনার (ভূমি), মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
সদর উপজেলার অফিসার সেলপ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় সভায় বক্তারা ভূয়া জন্মসনদ, কর্সংস্থান উপযোগী শিক্ষার অভাব, ডিজিটাল ও সামাজিক অনিরাপত্তা, বাল্যবিয়ে দেওয়ার প্রবণতা বাড়িয়ে দেয়। বাল্যবিয়ে মুক্ত উপজেলার জন্য প্রশাসন, পুলিশ, সাংবাদিক, ঘটক, কাজী, ইমাম, অভিভাবক ও এলাকাবাসীর সম্পৃক্ততার কোন বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করেন।