মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): গত ১০ নভেম্বর বাংলার কাগজ অনলাইন ভার্সনে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে প্রশাসন। শেরপুর জেলা প্রশাসনের নির্দেশনায় ঝিনাইগাতীর সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে আশরাফ আলী (২৭) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
ওই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বুধবার (১৫ নভেম্বর) বিকেলে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর। দণ্ডিত বালু ব্যবসায়ী বালিঝুড়ি এলাকার মোজাম্মেল হকের ছেলে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, বিজিবি, বন বিভাগ এবং আনসার বাহিনীর সমন্বয়ে উপজেলা টাস্ক ফোর্স গঠন করে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বালিঝুড়ি এলাকার বাসিন্দা অবৈধ বালু ব্যবসায়ী আশরাফ আলীকে সোমেশ্বরী নদীর তাওয়াকুচা এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহণকালে হাতেনাতে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করে বালু উত্তোলন ও পরিবহণের দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।