শেরপুর : দশ বছর বয়সী এক মাদরাসা ছাত্রকে গাজীপুরের জয়দেবপুর এলাকা থেকে অপরহরণ ও মুক্তিপণ দাবীর মামলায় পনেরো বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব-১৪ জামালপুর।
তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ নভেম্বর) ভোরে রাজশাহীর গোদাগারী উপজেলার পোতাহার পালশাপাড়া এলাকা থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিজানুর রহমান ঝিনাইগাতি উপজেলার খৈলকুড়া গ্রামের মৃত মন্তাজ আলীর ছেলে।
র্যাব জানায়, অভিযুক্ত মিজানুর রহমান (৩৭) গাজীপুরের জয়দেবপুর এলাকার ছয়দানায় জনৈক মোস্তফার বাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। বাড়ির মালিক মোস্তফার দশ বছর বয়সী ছেলে আমিনুল ইসলাম সুমন পার্শ্ববর্তী একটি মাদরাসায় পড়াশোনা করতো। ২০০৮ সালের ১১ মে সন্ধ্যা সাতটার দিকে মাদরাসা হতে বাড়ি ফেরার পথে ভাড়াটে মিজানুর রহমান তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এদিকে মাদরাসা ছাত্র সুমন বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে অভিযুক্ত মিজানুর মোবাইল ফোনে অপহৃত সুমনের বাবার কাছে ছেলেকে ফেরত পেতে মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা দাবী করেন। এ বিষয়ে সুমনের বাবা জয়দেবপুর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত মিজানুর পালিয়ে যায়। পরে ওই মামলায় গাজীপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।