ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে মো.শহীদুল (৪০) নামে এক হেরোইন ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যামাণ আদালত।
সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় এ দন্ডাদেশ প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
ভ্রাম্যামাণ আদালত সুত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, শেরপুর “খ” সার্কেলের যৌথ মাদকবিরোধী গঠিত একটি রেইডিং টিম ঝিনাইগাতী থানার বন্দভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি মো. শহীদুলকে ১ গ্রাম হেরোইনসহ আটক করা করে। পরে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীর আসামীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ শত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এরপর জেলা কারাগার শেরপুরে প্রেরণ করা হয়।