শেরপুর : নিকাহ রেজিস্ট্রার হিসেবে জেলা রেজিস্ট্রারের কার্যালয়ে নিবন্ধিত নন এমন এক ভুয়া কাজীকে জেলা কারাগারে পাঠিয়েছে শেরপুরের আদালত।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রাজু আহাম্মেদ নামে ওই ভুয়া কাজীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাজু আহাম্মেদ শেরপুর পৌরসভার মোবারকপুর মহল্লার আফতাব উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, শেরপুর শহরের গৌরীপুর মহল্লায় ২০২১ সালের ১২ ডিসেম্বর ৫ লাখ টাকা যৌতুকের দাবীতে স্ত্রীকে শারীরিক নির্যাতন করে স্বামী আবুল হাসনাত মোহাম্মদ রানা। ওই ঘটনায় নির্যাতিতা স্ত্রী শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর চতূর রানা পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডের ভুয়া কাজী রাজু আহাম্মেদকে মোটা অংকের টাকা দিয়ে তালাকনামা পাঠায় স্ত্রীর কাছে। তালাকনামা পেয়ে ভুক্তভোগীর বাবা তৎকালিন জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের কার্যালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, রাজু বৈধ নিকাহ রেজিস্ট্রার নয়। পরে ভুক্তভোগী নারী ২০২২ সালের ৩১ জুলাই ওই ভূয়া কাজী মাওলানা রাজু আহাম্মেদ ও স্বামী আবুল হাসনাত মোহাম্মদ রানাসহ ৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রাজু আহাম্মেদ ভুয়া কাজী হিসেবে উল্লেখ করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন সিআইডি’র তদন্ত কর্মকর্তা। পরে আদালত রাজুর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে।
অন্যদিকে, ভুয়া কাজী রাজু আহাম্মেদের বিরুদ্ধে শেরপুরের দেওয়ানী আদালত আরও একটি মামলায় চলতি বছরের ২৪ অক্টোবর ৬ মাসের কারাদ- এবং একই সাথে ২০ হাজার টাকা অর্থদ- দেন। ভুয়া কাজী রাজু আহাম্মেদ এতোদিন পলাতক ছিলেন বলে বলে জানা গেছে।