শ্রীবরদী (শেরপুর) : “নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার, স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় শ্রীবরদীর আয়োজনে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। সভার শুরুতেই পরিবার পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল কুদ্দুছ।
গোশাইপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শবনম আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মা ও শিশু বিষয়ক মেডিকেল অফিসার ডা. সামান্তা ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাসুমা মমতাজ, তাতিহাটি ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ, কাকিলাকুড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কামরুল হাসান খান, গোশাইপুর ইউনিয়নের পরিবার কল্যাণ পরিদর্শিকা তাহমিনা আক্তার সুমি।
সভায় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তর শ্রীবরদীতে কর্মরতরা।
উল্লেখ্য, আগামী ০৯-১৪ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে।