বান্দরবান : বান্দরবান শহরে উজানি পাড়া বৌদ্ধ বিহারে নানা আয়োজনে মধ্য দিয়ে দিনব্যাপী বৌদ্ধ ধর্মালম্বীদের দানোৎসব কঠিন চীবর দান উৎসব পালিত হয়েছে।
এ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে বরিবার (২৬ নভেম্বর) সকালে রাজবাড়ি প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উজানি পাড়া বৌদ্ধ বিহারে এসে শেষ হয়। এসময় ভান্তের পরিধানে চীবর (কাপড়), পেডেসাহ্ (কাগজ দিয়ে তৈরি ফুল গাছ) নগদ টাকাসহ পূজার সামগ্রী হাতে নিয়ে বোমাং রাজা উ চ প্রু চৌধুরীসহ শতাধিক নর-নারী ধর্মীয় শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। পরে বিহারের সমবেত হয়ে পঞ্চমশীল, অষ্টমশীল গ্রহণ এবং পূণ্যলাভের জন্য ভান্তের নিকট চীবর দান করেন পূজানীয়রা।
বিকালে নর-নারী, দায়-দায়িকা, উপ-উপাসীকাবৃন্দ পুনরায় বিহারের সমবেত হয়ে ভগবানের উদ্দেশে বিহারে জ্বল উৎসর্গ (পানি ঢালা), নগদ অর্থ দান, মোমবাতিও হাজার প্রদীপ প্রজ্বলন, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন ভক্তরা। এসময় বিভিন্ন বিহার থেকে আগত শতাধিক ভিক্ষু একযোগে ধর্মীয় প্রার্থনা করেন। ওই সময় বান্দরবান উজানি পাড়া বিহারে অধ্যক্ষ ধর্মগুরু ড. উ সুওয়াইন্না মহাথের সবার উদ্দেশে ধর্ম দেশনা দেন ও দেশের শান্তির জন্য মঙ্গল কামনা করেন।
বৌদ্ধ ধর্ম শাস্ত্র মতে, চীবর দানে পৃথিবীর সকল দানের চেয়ে ১৬ গুণ বেশি পূণ্য লাভ করা যায়। তাই কঠিন চীবর দানকে দানােত্তম বা দানশ্রষ্ঠ বলা হয়। এদিকে এই ধর্মীয় উৎসবকে ঘিরে বৌদ্ধ ধর্মালম্বী নারীরা পূণ্য লাভের জন্য বিশেষ কায়দায় নিজদের ঐহিত্য ও সংস্কৃতি ধরে রাখতে ২৪ ঘন্টায় মধ্য চর্কার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে নতুন সুতায় রঙ লাগিয়ে চীবর কাপড় বুনে বুদ্ধের উদ্দেশ্যে দান করেন পূণ্যার্থীরা।
এসময় বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক নারী অংশগ্রহণ করেছেন। পরে বিকেলে বুনন করা চীবর ভিক্ষুসংঘকে দান ও উৎসর্গ করা হয়। উল্লেখ্য যে, কথিত আছে গৌতম বুদ্ধের মহাপুণ্যবতী নারী বিশাখা দেবী এই কঠিন ব্রতী পালন করে বুদ্ধকে চীবর দান করেছিলেন। সেই থেকে প্রতিবছর কঠিন চীবর দানোৎসব ধর্মীয়ভাবে পালন করে আসছে বৌদ্ধ ধর্মলম্বীরা।