1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫২ অপরাহ্ন

কেএনএফ আতঙ্কে পালিয়ে থেকে ফিরে আসা পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বান্দরবান : বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ আতঙ্কে পালিয়ে থেকে দীর্ঘ আটমাস পর গ্রামে ফিরে আসা পরিবারের মাঝে ত্রাণ মানবিক সহায়তা প্রদান করেছে সেনা রিজিয়ন ও পার্বত্য জেলা পরিষদ।

রবিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম এলাকার পাইক্ষ্যং পাড়াতে যৌথ উদ্যোগে এসব সামগ্রী তুলে দেয়া হয়।

এসময় পাইক্ষ্যং পাড়া, ক্যপলাং পাড়া, দুর্নিবার, খামতাং পাড়ার ৪টি গ্রামে ১১০ পরিবার মাঝে, চাউল, শিক্ষা উপকরণ, শীতবস্ত্র ও খেলাধুলা সামগ্রী সহ নগদ অর্থ দুইলক্ষ টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বান্দরবান রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,সদর জোনের কমান্ডার মাহমুদুল হাসান, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্যা, বম সোস্যাল কমিটি সভাপতি লালজার লম বম, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং, সদর ইউপি চেয়ারম্যান মেহ্লা অং মারমা সহ পাড়াবাসীরা উপস্থিত ছিলেন।

বিতরণকালে জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা বলেন, দীর্ঘ সংহিতা’য় এই এলাকায় বসবাসকারী জনসাধারণের অনেক ক্ষতি হয়েছে। ধাপে ধাপে কিভাবে শান্তি আলোচনার অগ্রগতির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেইদিকে আমরা এগুচ্ছি।

এসময় তিনি জেলা পরিষদের পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমরা চাই একটি সৌহার্দপূর্ণ বান্দরবান, যেখানে নানা ধর্ম বর্ণ সকল সম্প্রদায়ের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থান বজায় থাকবে। যারা পূর্বে পাড়া থেকে চলে গিয়েছিলো তারা নির্ভয়ে আবার পাড়ায় ফিরে আসতে পারবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনী অতীতের মতো এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com