1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

ঝিনাইগাতিতে ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

ঝিনাইগাতি (শেরপুর) : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ও কৃষ্টির অন্যতম প্রধান উৎসব নবান্ন বা “ওয়ানগালা” উৎসব পালিত হয়েছে শেরপুরের ঝিনাইগাতিতে।

রোববার (২৬ নভেম্বর) দিনব্যাপী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর গির্জা চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর উদ্যোগে ওয়ানগালা উৎসব উদযাপিত হচ্ছে। প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় নবান্ন বা ওয়ানগালা উৎসব। এ উপলক্ষে ধর্মপল্লীর আশপাশে বসে মেলা। মেলায় আদিবাসীদের বিভিন্ন পোষাকসহ শিশুদের খেলনার পসড়া বসে। উৎসবকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করে মরিয়মনগর গ্রামে।

মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর প্রধান ফাদার নিকোলাস সিএসসি উৎসবের সূচনা করেন। এতে ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বিপুল দাস সিএসসি, মরিয়মনগর প্যারিস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অনার্শন চাম্বুগং, প্যারিস কাউন্সিলের সেক্রেটারী মি: অসিম ম্রং, সকল গ্রাম কাউন্সিলের চেয়ারম্যানসহ খ্রীষ্টভক্ত, সেবক ও যাজকগণ অংশ নেন।

আদিবাসী সম্প্রদায়ের মতে, এক সময় পাহাড়ি এলাকায় জুম চাষ হতো। তখন ওই জুমের ধান ঘরে উঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজং’ কে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো। ওই সম্প্রদায় ক্যাথলিক খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর নতুন ফসল কেটে যিশু খ্রীস্টকে উৎসর্গ করে ওয়ানগালা পালন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com