শেরপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমন্তবর্তী জেলার শেরপুরের তিনটি সংসদীয় আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, বিএনএম ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ২২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরা হলেন- শেরপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত আতিউর রহমান আতিক, বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেন ছানু, তৃণমূল বিএনপি মনোনীত ফারুক হোসেন, বিএনএম মনোনীত এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, জাতীয় পার্টি মনোনীত ইলিয়াস উদ্দিন, জাতীয় পার্টির এরক প্রার্থী মাহমুদুল হক মনি, বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত আবুল কালাম আজাদ, জাকের পার্টি মনোনীত আহসানুল হক আকন্দ, কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত বারেক বৈদেশী ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুখলেছুর রহমান আকন্দ।
শেরপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত বেগম মতিয়া চৌধুরী, তৃণমূল বিএনপি মনোনীত জায়েদুর রশীদ শ্যামল, স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মুহাম্মদ সাঈদ আঙ্গুর ও জাসদ মনোনীত লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া।
শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত এডিএম শহিদুল ইসলাম, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহসিনুল বারী রুমি, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান রাজা, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এইচএম ইকবাল হোসেন অন্তর, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, জাতীয় পার্টি মনোনীত সিরাজুল হক, জাতীয় পার্টি বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল আহসান ও কৃষক শ্রমিক জনতা লীগ মনোনীত সুন্দর আলী।