শেরপুর : শেরপুর জেলা বিএনপি’র দুই নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন- জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক জায়েদুর রশিদ শ্যামল এবং নির্বাহী সদস্য এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কেন্দ্রীয় বিএনপি’র কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকোট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত নোটিশে তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
দলীয় সূত্র জানায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ আসন সদর উপজেলা থেকে মোহাম্মদ আব্দুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট-বিএনএম মনোনীত এবং শেরপুর-২ আসন নকলা ও নালিতাবাড়ী উপজেলা থেকে জায়েদুর রশিদ শ্যামল তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী হওয়ায় তাদের বহিস্কার করা হয়।
জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা