বান্দরবান : নানা আয়োজনের মধ্যদিয়ে বান্দরবানে পার্বত্য শান্তি চুক্তির ২৬ বছর পূর্তি উদযাপন করেছে পার্বত্য জেলা পরিষদ ও বান্দরবান সেনা রিজিয়ন।
দিবসটি উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকালে ৯ টায় জেলা প্রশাসক প্রাঙ্গনে শান্তি চুক্তির ২৬ বছর পূর্তিকে ঘিরে বেলুন ও পায়রা উড়িয়েম আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বান্দরবান বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আদমেদ । এরপর জেলা প্রশাসক প্রাঙ্গন হতে সম্প্রীতির মঙ্গল শোভা যাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্যবাহী রাজার মাঠে এস শেষ হয়। সেখানে বাঙ্গালীসহ ১১টি জনগোষ্ঠীর নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে প্রায় দুই হাজার স্থানী বাসিন্দারা অংশ নেন। এরপর ঐতিহ্যবাহী রাজার মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, পুলিশ সুপার সৈকত শাহীন, আঞ্চলিক পরিষদের সদস্য শফিকুর রহমান, পৌর মেয়র শামসুল ইসলামসহ বিভিন্ন সরকারী-বেসরকারী উর্ধতন কর্মকর্তা।
বক্তারা বলেন, বর্তমান সরকারের আন্তরিক প্রচেষ্ঠার কারনে শান্তি চুক্তি হয়েছে। আর এ শান্তি চুক্তি হওয়ায় পাহাড়ে শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগ থেকে শুরু সব ক্ষেত্রে পার্বত্য অঞ্চল উন্নয়নের সুবাতাস বইছে। পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করায় বর্তমান সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান তাঁরা।
প্রধান অতিথি ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন, শান্তি চুক্তি পরবর্তী সময়ে আমরা পার্বত্য চট্টগ্রামে এর সুফল ভোগ করছি। তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সরকার পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন ভূমিকা পালন করে চলেছে। বান্দরবান সেনা রিজিয়ন এই ভূমিকা একটা অংশ হিসেবে স্থানীয় প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করছে। আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকুক। যাতে করে চুক্তি বাস্তবায়নে যারা কাজ করছে, জেলা প্রশাসন ও জেলা পরিষদ পাশাপাশি অন্যান্য বিভিন্ন সংস্থা সংগঠন গুলি চুক্তি সম্পূর্ণভাবে সম্পাদন করতে পারে।
এদিকে সরকারী বেরসকারী প্রতিষ্ঠানের উদ্যেগে পাহাড়ের ঐতিহ্যবাহী খাবার, পোশাক ও নিত্য ব্যবর্হায্য পণ্যের প্রদশর্নী মেলা আয়োজন হয়েছে। অন্যদিকে সেনা রিজিয়নের পক্ষ থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হবে।
এছাড়াও বান্দরবানের রুমা, রোয়াংছড়ি থানচি, আলীকদমসহ বিভিন্ন উপজেলায় বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূর্তী পালন করা হয়েছে। তবে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি,ইউপিডিএফ ও বাঙ্গালী সংগঠনের উদ্যেগে কোন কর্মসূচী পালন করা হয়নি।