1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

শেরপুরের তিনটি আসনে ৬ জনের মনোনয়ন বাতিল, ১৬ জনের বৈধ

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

শেরপুর : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে শেরপুরের তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী ২২ প্রার্থীর মধ্যে ৬ জনের প্রার্থীতা বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

রোববার (৩ ডিসেম্বর) ও সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে দুই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বাতিলকৃত মনোনয়ন দাখিলকারীরা হলেন- শেরপুর সদর উপজেলা নিয়ে গঠিত শেরপুর-১ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলহাজ¦ ইলিয়াস উদ্দিন, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, নকলা ও নালিতাবাড়ী

উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসনে তৃণমূল বিএনপি মনোনীত জায়েদুর রশিদ শ্যামল এবং শ্রীবরদী ও ঝিনাইগাতি

উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসনে আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোহসিনুল বারী রুমি, আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এইচএম ইকবাল হোসেন ও আওয়ামী লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রাজা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!